ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল [পর্ব-07] :: ওয়ার্ডপ্রেস থিম পরিবর্তন করা

গত পর্বে কিভাবে নতুন পেইজ আপডেট করবেন তা আমরা আলোচনা করেছিলাম । আজ আমি ওয়ার্ডপ্রেস এর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো । সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম পরিবর্তন করা । আশা করি আপনারা অনেকেই থিম সম্পর্কে জানেন । যারা জানেন না তাঁদের জন্য একটু সংক্ষেপে আলোচনা করি, সাধারণত ওয়ার্ডপ্রেস থিম বলতে বুঝায় ওয়ার্ডপ্রেস সাইটের বাইরের ডিজাইন যা ওয়েবসাইটের স্ট্রাকচার নির্ধারণ করে । ওয়ার্ডপ্রেস থিম পরিবর্তনের মাধ্যমে আমরা আমদের ওয়ার্ডপ্রেস সাইটের ডিজাইন পরিবর্তন করতে পারি । আপনি সাধারণত দুইটি পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল/পরিবর্তন করতে পারেন ।
এখন আমরা দেখবো কিভাবে আমরা আমদের ওয়ার্ডপ্রেস সাইটের থিম পরিবর্তন করতে পারি । ওয়ার্ডপ্রেস এ নতুন থিম ইন্সটল করার জন্য প্রথমে Dashboard > Appearance > Themes এ যান । তাহলে নিচের চিত্রের মত দেখতে পারবেন;
এখানে আপনি আপনার থিম সমূহ দেখতে পারবেন । অর্থাৎ, আপনার ওয়ার্ডপ্রেস এ ইন্সটল করা সকল থিম এখানে দেখতে পারবেন । ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পর কিছু থিম ইন্সটল করাই থাকে । এবার আমরা নতুন থিম ইন্সটল করবো । এজন্য Add New Theme বাটনে ক্লিক করুন । এবার আপনি ওয়ার্ডপ্রেস এর প্রচুর থিম পাবেন;
এবার আপনি এখান থেকে যেকোনো থিম ইন্সটল করে ব্যবহার করতে পারেন । এছাড়া, এখানে একটি সার্চ বক্স পাবেন যেখান থেকে আপনি থিম সার্চ করে ইন্সটল করতে পারেন । আপনি আপানার পছন্দের থিম খুঁজে পেতে Feature Filter অপশন ব্যবহার করতে পারেন । এজন্য Feature Filter বাটনে ক্লিক করুন তাহলে নিচের চিত্রের মত দেখতে পারবেন;
এবার এখানে আপনি বেশ কিছু ফিচার পাবেন । আপনি পছন্দ মত থিম বাছাই করতে পারবেন । যেমন; আপনি যদি ওয়ার্ডপ্রেস এর রেসপনসিভ থিম চান তাহলে Responsive এ টিকচিহ্ন দিতে পারেন । পছন্দমত ফিচার বাছাই করে আপনি ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করতে পারেন ।
আপনি চাইলে ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড করে ইন্সটল করতে পারেন । ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড করতে গুগল এ সার্চ দিতে পারেন । সেখানে প্রচুর পরিমানে ফ্রি থিম পাবেন । আপনি চাইলে পেইড থিম ব্যবহার করতে পারেন । প্রিমিয়াম থিম ব্যবহার করতে হলে আপনাকে ওয়ার্ডপ্রেস থিম ক্রয় করে ব্যবহার করতে হবে । এছাড়া, আপনি চাইলে আপনি নিজেই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করে থিম আপলোড করতে পারেন । তবে, আপনাকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হতে হবে । ওয়ার্ডপ্রেস এ থিম আপলোড করে থিম ইন্সটল করার জন্য Upload Theme বাটনে ক্লিক করুন;
এবার নিচের চিত্রের মত দেখতে পারবেন;
এবার আপনি আপনার পছন্দের ওয়ার্ডপ্রেস থিমটি বাছাই করুন । এখন আপনাকে ওয়ার্ডপ্রেস থিমটি আপলোড করতে হবে । ওয়ার্ডপ্রেস থিম আপলোড করতে কিছু সময় লাগতে পারে । এটা আপনার ইন্টারনেট স্পীড এবং থিমের সাইজের উপর নির্ভরশীল । এবার Install Now বাটনে ক্লিক করুন;
আমি একটি  resblog নামে ওয়ার্ডপ্রেস থিম আপলোড করেছি । আপলোড সম্পূর্ণ হলে নিচের চিত্রের মত দেখতে পারবেন । আপনি চাইলে থিম Activate করার পূর্বে থিম এর প্রিভিউ দেখতে পারবেন । অর্থাৎ, থিমটি ইন্সটল করলে আপনার সাইটটি কেমন দেখাবে তা ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল করার পূর্বেই দেখে নিতে পারেন । এজন্য Live Preview এ ক্লিক করুন । এছাড়া, আপনি চাইলে ওয়ার্ডপ্রেস থিমটি শুধু ইন্সটল করে রাখতে পারেন । পরে, আপনার যখন ইচ্ছা থিম Activate করে ব্যবহার করতে পারবেন । এজন্য Return to Themes page এ ক্লিক করুন । আর যদি ওয়ার্ডপ্রেস থিম Activate করতে চান তাহলে Activate Theme এ ক্লিক করুন;
ওয়ার্ডপ্রেস থিম Activate হয়ে গেলে নিচের চিত্রের মত দেখতে পারবেন । এবার আপনি আপনার ওয়েবসাইটের হোম পেইজ এ যান তাহলে আপনার আপলোড করা নতুন থিমটি দেখতে পারবেন;
আবার আপনি আপনার ওয়েবসাইট ভিজিট করুন তাহলে নতুন থিম এর ডিজাইন দেখতে পারবেন । আশা করি বুঝতে পেরেছেন ।

ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট

আপনি চাইলে ওয়ার্ডপ্রেস এ আপনার নিজের তৈরি করা থিম ব্যবহার করতে পারেন । এজন্য আপনাকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে হবে । বর্তমানে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এর চাহিদা বেড়েই চলছে । কেননা, ওয়ার্ডপ্রেস এখন খুবই জনপ্রিয় একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম । তাই, আপনি চাইলে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এ আপনার ক্যারিয়ার গড়তে পারেন । ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে আপনাকে অবশ্যই এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকোয়ারি এবং পিএইচপি জানতে হবে । ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখার জন্য ইন্টারনেট এ প্রচুর রিসোর্স রয়েছে । ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে প্রায় ৬ মাস সময় লাগতে পারে । তবে, আপনি শুধু এইচটিএমএল এবং সিএসএস শিখে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ করতে পারবেন । এক্ষেত্রে, আপনাকে ওয়ার্ডপ্রেস থিম এর গঠন সম্পর্কে ধারণা থাকতে হবে ।

Share this

Related Posts

Previous
Next Post »