শুধু মাত্র একটি আইসি দিয়ে তৈরী করুন ৪০ওয়াট হাই ফাই এম্পলীফায়ার।

আমার পক্ষ্য থেকে সবাইকে জানাই আন্তরীক শুভেচ্ছা ও ভালবাসা,
আজ আপনাদেরকে অনেক সুন্দর একটি সার্কিট দেখাব, সার্কিটটি তৈরী করা
এত সহজ, আর ভাল সাউন্ড কোয়ালিটি, এম্পলীফায়ারটি এত অল্প পার্স দিয়ে
তৈয়ার করা হয়েছে যেকেও তৈরী করতে পারবেন সার্কিট তাই
আর দেরি না করে তৈয়ার করে ফেলুন। প্রাইভেটকারে এই এম্পলীফায়ারটি
বেশী ব্যবহার করা হয়ে থাকে সাউন্ড এবং ভিট দুটাই খুব ভাল শুনা যায়।
আইসিটির সাথে মাত্র দুইটি রেজিষ্টর ব্যবহার করা হয়েছে
আইসীটিতে ভোল্ট হিসেবে  14v DC পাউয়ার সাপ্লাই দিবেন আইসিটি ষ্টেরিও
20x20=40w আউটপুট পাবেন বাজারে প্রাইবেটকারে লাগানু থাকে যে স্পিকার
গুলী কিনতে পাওয়া যায় এরকম একটি স্পিকারের ছবি দিলাম
এরকম দুইটি স্পিকার লাগাবেন আশা করি ভাল সাউন্ড পাবেন। এবার আসুন সার্কিটটি দেখি
একটি বিষয় লক্ষ্য রাখবেন আইসিটির আউটপুটে অংশে স্পিকারের সাথে কোন
কেপাসিটর লাগানো নাই যে কারণে সার্কিটটি চলন্ত অবস্থায় স্পিকারের
দুই তার শর্ট হলে আইসিটি নষ্ট হয়ে যেতে পারে

Share this

Related Posts

Previous
Next Post »