তৈরি করুন নিজের Clash Of Clans Private Server আর নিয়ে নিন আনলিমিটেড জেমস, গোল্ড,ইলিক্সার

Clash of clans একটি জনপ্রিয় অনলাইন বেজড গেম। এই গেমটি playstore থেকে ডাউনলোড হয়েছে ১০০ মিলিয়ন । তাহলে বুঝতেই পারছেন গেমটি কতোটা জনপ্রিয় । এটি একটি Strategic গেম।
গেমটি আপনাকে অনলাইনে খেলতে হবে। গেমটির শুরুতে আপনাকে একটি village দেয়া হবে। আপনি ঐ village টার cheif এক রকম রাজা বলতে পারেন।খেলার শুরুতে আপনাকে একটা Townhall যেটাকে আপনি রাজার রাজপ্রাসাদ বলতে পারেন,Gold Storege আপনি স্বর্ণ জমা করবেন এই স্বর্ণ পড়ে অনেক কিছু আপডেট এর সময় দরকার হয়,Elixer Storege আপনি  Elixer বা খাদ্য দিয়া আপনি সৈন্য বানাবেন এবং অন্ন একজনের village আক্রমণ করবেন। স্বর্ণ এবং খাদ্য লুট করবেন।
এই গেম টাতে মোট ১৬ প্রকার এর ভিন্ন ভিন্ন সৈন্য আছে।যা দিয়া আপনি আক্রমণ করতে পারবেন।
আপনি এই গেমটাতে ১০ থেকে ৫০ টা village নিয়ে একটি Clan বানাতে পারবেন। এবং অন্য Clan এর সাথে জুদ্ধ করতে পারবেন। এইটা Action + Strategic গেম । গেমটি সম্পূর্ণ নির্ভর করে আপনার আক্রমণ কৌশল এবং পতিরক্ষা কৌশল এর ওপর ।
যারা নিয়মিত COC খেলেন তারা নিশ্চয় টাইটেল দেখে অবাক হচ্ছেন।
ভাবছেন ভুয়া?
না ভুয়া নয় প্রমান দেখুন
যারা গেমটি খেলেছেন তারা জানেন যে গেম এ নরমালি এমন কাস্টমাইজেশন সম্ভব নয়।
আর এটা যে ভুয়া নয় তা আমার সিলড এর সময় দেখলেই বুঝতএ পারবেন।
কারন coc তে আপনি যদি গেম হ্যাকিং সফটওয়্যার দিয়ে নিজের গোল্ড, ইলিক্সার বা গেমস বাড়ান তাহলে গেমটি ৩০ সেকেন্ডের এর মধ্যে Crash করবে।
অনেক তো প্রুফ দেখালাম এবার আসুন কিভাবে করবেন সেটা দেখায়।
যা যা  প্রয়োজন
১. আপনার ফোনটি রূট করা থাকতে হবে।
২. পিসিতে নেট কানেকশন থাকতে হবে
৩.  পিসিতে winrar নামের সফটওয়্যারটি ইন্সটল করা থাকতে হবে(যদি না থাকে গুগল এ সার্চ করুন পেয়ে যাবেন) ।
৩. COC Server File ( ডাউনলোড )

যেভাবে করবেন
সার্ভার ফাইলটি ডাউনলোড করে ডেস্কটপে রাখুন
আপনার ফায়ারওয়াল বা এন্টিভাইরাস ডিজেবল করে দিন
যেহেতু এটি Hacked সার্ভার তাই কিছু কিছু  এন্টিভাইরাস এই ফাইল টাকে ভাইরাস হিসেবে ধরে।
এবার নিচের ছবির মত রাইট বাটন চেপে এক্সট্রাক্ট হেয়ার এ চাপুন

একটি .exe ফাইল পাবেন সেটিতে ডাবল ক্লিক করুন।

এবার পাসওয়ার্ড চাইলে বক্সে টাইপ করুন ucs (সব গুল অক্ষর ছোট হাতের হবে)।
এবার OK করুন।

এবার নিচের মত দুইটা উইন্ডো ওপেন হবে
বাম পাশের  উইন্ডোতে দেখবেন একজায়গায় লিখা আছে
IPv4 Address
এই  Address টা পরে দরকার হবে চাইলে মনে রেখে বাম পাশের উইন্ডো টা বন্ধ করে দিতে পারেন অথবা ওপেন রাখতে পারেন কোন সমস্যা নাই।
কিন্তু ডান পাশের  উইন্ডো টা ওপেন রাখতেই হবে।

এবার আপনার এন্ড্রোইয়েড ফোনে যান (আমার ফোনের স্ক্রিন ফেটে জাওয়াই আমি ANDY এমুলেটর বেবহার করছি শূধু মাত্র COC খেলার জন্য)।
এবং গুগল প্লে স্টোর ওপেন করুন।


এবং Host Editor ডাউনলোড করে অপেন করুন



এবং অ্যাড হোস্ট বাটনে চাপু(ফোন অবশ্যয় রূট করা থাকতে হবে)

এবার প্রথম বক্সে আপনার পিসির  IPv4 Address টি লিখুন যেটি বাপ পাশের উইন্ডোতে ছিল
এবং নিচের বক্স এ লিখুনgamea.clashofclans.com
এরপর অ্যাড হোস্টনেম বাটোনে চাপুন


এবার হোস্ট এডিটর ক্লোজ করে দিন। এবং Clash Of Clans গেমটি অপেন করুন।

দেখুন জাদু  :lol:  :lol:  :lol:
কিছু কথাঃ
১. সার্ভার ফাইলটি COC latest 7.65 এর জন্য
২. ফাইলটির মালিক আমি নই তাই আমি কোন ভাবেই গ্যারান্টি দিতে পারবোনা ফাইলটা ১০০% নিরাপদ।
নিজ দায়িত্তেবেবহার করবেন।
তবে আমি নিজে বেবহার করেছি মনে হয় না ভাইরাস আছে।
মানে কোন প্রব্লেম ফেস করি নাই।
৩. যদি দেখেন যে কাজ করছে না তাহলে প্রথমে যেই দুইটা উইন্ডো অপেন হয়েছিল তার বাম পাশের টাতে এক্তু নিছের দিকে স্ক্রল্ল করে দেখবেন
আরেকটা  IPv4 Address আছে হোস্ট এডিটরে সেটা ব্যাবহার করবেন।
আশা করা যায় কাজ দিবে...............

Share this

Related Posts

Previous
Next Post »