অনেক দিনে স্বপ্ন পূর্ণ করুন আর 250W এম্পলী ফায়ার তৈরী করুন নিজের হাতে।

আজ আপনাদের কে বেশী ওয়াটের একটি এম্পলি ফায়ার সার্কিট উপহার দিব।
অনেকের STK আইসি দিয়ে এম্পলি ফায়ার তৈরী করা শুধু স্বপ্নই ছিল কিন্ত অনেকেই
হয়ত তৈরী করতে পেরেছেন অনেকেই হয়ত পারেন নাই এ জন্যই আজ অতি সহজ করে
চিত্র আকারে ড্রায়গ্রামটি দিলাম এতে করে সকলেই আশা করি তৈরী করতে পারবেন।
Hi-Fi এম্পলি ফায়ার বলতে আমরা যে সব এম্পলিফায়ারকে বুঝি
তাদের মধ্যে STK এম্পলি ফায়ার অন্যতম। নীচে এ সম্পর্কে
আলোচনা করা হল। এখানে যে STK এম্পলি ফায়ার সারকিটটি
দেওয়া হলো তাতে STK 4101-II সিরিজের বেশ কয়েকটি
IC এর কোনটিতে কত ভোল্ট সাপ্লাই দিলে কত WATT পাওয়া যাবে।তা
আমরা এক বার দেখে নেই। সার্কিটের কোন পার্স পরিবর্তন ছাড়াই শুধু আইসি নাম্বার
এবং ট্রান্সফরমার ভোল্ট কম বেশী করে এম্পলী ফায়ারটির ওয়াট 30W থেকে 250W
করা যাবে যেমন আপনাদের কে সহজে বুঝানোর জন্য নিচে একটি চিত্র দেওয়া হল=

পাওয়ার সাপলাই ব্যবহারের ক্ষেত্রে পাশে দেওয়া চার্টের মিনিমাম ভোল্ট
(Minimum Volt) ব্যবহার করাই উত্তম।
ড্রায়গ্রাম যে সকল বন্ধুরা না বুঝেন তাদের জন্য চিত্র আকারে দেওয়া হল=
এবার আসুন আমরা STK এম্পলী ফায়ার মূল সারকিটটি দেখি চিত্র
আকারে দেওয়া হল=
উপরোক্ত STK এম্পলি ফায়ারের IC গুলির জন্য স্পিলিট (SPLIT)
পাওয়ার সাপ্লাই প্রয়োজন। অর্থাৎ এধরনের সাপ্লাইয়ে প্রজেটিভ (+) ও নেগেটিভ (-)
ভোল্ট ছাড়াও একটি জিরো ভোল্ট (0) বা কমন পয়েন্ট বা গ্রাউন্ড থাকে
আর STK এম্পলি ফায়ারের জন্য কমপক্ষে 3AMP কারেন্ট প্রয়োজন
সকল STK এম্পলি ফায়ারের ক্ষেত্রেই বিশেষ সতর্কতার প্রয়োজন
কেননা এর output পয়েন্ট দুইটি অর্থাৎ স্পিকারের তার দুইটি
শর্ট বা একত্রিত হওয়ার সাথে সাথেই দামী IC টি নষ্ট হয়ে যাবে।
সার্কিটটিতে লাগানো সকল ক্যাপাসিটর অবশ্যই 50 volt বা 63 volt
এর হতে হবে।
যেহেতু সার্কিটটি স্পিলিট সাপ্লাইতে চলে সেহেতু IC টি
প্রচন্ড গরম হবে তাই বেশ বড় আকারের হিটসিং ব্যবহার
না করলে IC টি গরম হয়ে পুড়ে নষ্ট হয়ে যাবে ।

আসাকরি এম্পলী ফায়ারটি তৈরী করুন এবং ব্যবহার করুন

Share this

Related Posts

Previous
Next Post »