বাংলা কবিতা About সাইবার জগত

পাকিস্তানি হ্যাকার তারা ,
পাকিস্তানে করল তাড়া,
বাঙালীদের করল ভাড়া!
ভয় কি আছে তাদের ছাড়া !
সাইবার জগত দেবে গুড়িয়ে ,
হ্যাকিং গোলা , কামান ঘুরিয়ে ।
পাকিস্তানি নিশান উড়িয়ে ,
বাঙ্গালী ঘুমায় কাথা মুড়িয়ে !!
করবে তারা দেশকে অচল ?
পাকিস্তান ই শুধু সচল ?
দোসর দালাল পালবে তারা !
লেজ গুটিয়ে দেবে সাড়া ?
পাকিস্তানের বিষম ভয় ,
এই বুঝি ভাঙল লয় ?
পাকিস্তানি হ্যাকার কয় ...
তোদের আবার হবে জয় ! !
ভয় পেয়ে সব মাটির তলে ।।
পরাজয় এর গহীন জলে ।
পাকিস্তানি যাদুর ছলে ?
পাকিস্তানের যাতার তলে ?
পাকিস্তানি জয়ধ্বনি , বাঙ্গালীদের মুখে শুনি
তারা নাকি বিষম গুনি ,
বাঙ্গালী তাই এটাই মানি !
এর বেশি ভাই আঃর না জানি ?

বাঙ্গালী তুই উঠে দাড়া
পাকিস্তানি লেজুড় ছাড়া ...
সবাই তবে দেবে সাড়া
পাকিস্তানেই করবে তাড়া  ... ।

Thanks :Rashed Hasan
Information Security Researcher

Share this

Related Posts

Previous
Next Post »