একেবারে নতুন অপেরা মিনি ৮ (নিউ রি-ডিজাইন)

পেরা মিনি নিয়ে এসেছে একেবারে নতুন ভার্সন অপেরা মিনি ৮, নতুন এই ভার্সন এ রয়েছে নতুন ডিজাইন ও উন্নত ফিচার্স। নতুন এই অপেরা চালাতে আপনাকে আগের অপেরা আন্‌ইনস্টল করতে হবেনা, আপনি চাইলে একসাথে দুইটাই চালাতে পারবেন। আর অপেরা ওদের আগের ভার্সন এর আপডেট রিলিজ করবেনা, আগের ভার্সন প্লেস্টোর থেকে রিমুভ করে নতুন ভার্সন অপেরা মিনি ৮ আপলোড করা হয়েছে। চলুন নতুন হোমপেইজ এর একটি স্ক্রিনশট দেখে নেই:

নতুন ভার্সন এ ব্রাউজ করা যাবে আরো দ্রুত  :-)

এখন আর বড় ফাইল অপেরা মিনি দিয়ে ডাউনলোড করতে সমস্যা হবেনা  :lol:


তো আসেন ডাউনলোড কইরা লই (2.78 MB)  8-O


Share this

Related Posts

Previous
Next Post »