এবার কম্পিউটারের গতি বৃদ্ধি করুন থাম্বনেইল ক্যাশ বন্ধ করে

ম্বনেইল ক্যাশিং উইন্ডোজের একটি অন্যতম দারুন ফিচার। আমরা যথন কোন ছবি বা অন্য কিছুর থাম্বনেইল ভিউ দেখি তখন ঐ থাম্বনেইলটি ক্যাশিং হয়ে Tumbs.db নামক একটি ফাইলে সেইভ হয়। কিন্তু এই থাম্বনেইল ক্যাশিং-ই কম্পিউটারের গতি হ্রাস পাবার একটি জন্য অন্যতম একটি কারন, যা আমাদের অগোচরেই থেকে যায়। এই থাম্বনেইল ক্যাশিং বন্ধ করে আমরা খুব সহজেই উইন্ডোজের গতি কিছূটা হলেও
বৃদ্ধি করতে পারি।
আসুন জেনে নিই কিভাবে আপনি আপনার কম্পিউটারে থাম্বনেইল ক্যাশিং বন্ধ করতে পারবেন-
১। প্রথমে Start থেকে Control Panel এ যান।
২। এবার Folder Options থেকে View ট্যাবে যান।
৩। এখন আপনি যদি উইন্ডোজ এক্সপি ব্যবহারকারী হন তাহলে Do not cache thumbnails এ ক্লিক করুন আর যদি উইন্ডোজ সেভেন ব্যবহারকারী হন তাহলে always show icons,never thumbnails অপশনটির টিক চিহ্ন দিন।
৪। এবার Apply করে OK করুন।
এবার এ পর্যন্ত আপনার কম্পিউটারে যে পরিমাণ থাম্বনেইল ক্যাশ তৈরি হয়েছে সেগুলো রিমুভ করার পালা।
১। এজন্য Disk Cleanup উইজার্ড ওপেন করুন। (Start >> Run >> Cleanmgr লিখে এন্টার চাপুন)
২। এবার Thumbnail সিলেক্ট করে OK চাপুন।
৩। এবার Delete Files বাটনে ক্লিক করুন।
তাহলে আপনার কম্পিউটারের সকল থাম্বনেইল ক্যাশ মুছে যাবে।

এবার কম্পিউটারটি একবার রিস্টার্ট দিয়ে দেখুন। আপনার উইন্ডোজ ব্রাউজিং আগের থেকে অনেক ফাস্ট হয়ে যাবে।

Share this

Related Posts

Previous
Next Post »