মাইক্রোকন্ট্রোলার গুরু [পর্ব-০৩] :: ভিডিওতে মাইক্রোকন্ট্রোলার বেসিক (৫০ মিনিটের মেগা ভিডিও টিউন)

আজ আপনাদের জন্য থাকছে  মাইক্রোকন্ট্রোলার বেসিক এর উপর ৫০ মিনিটের একটা ভিডিও টিউন। বিভিন্ন বিষয়ের উপর আমার অনেক টেক্সট টিউন আপনারা দেখেছেন। কিন্তু আমি ভিডিও টিউনে খুব বেশি অভ্যস্ত নই এবং মাইক্রোকন্ট্রোলার সম্পর্কে আমার জানার পরিধিও খুব বেশি নয়, তাই অনাকাংক্ষিত ভুল অস্বাভাবিক  নয়। তাই ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ভিডিওতে  মাইক্রোকন্ট্রোলার বেসিক (৫০ মিনিটের মেগা ভিডিও টিউন)


ভিডিওতে রয়েছে,
  • মাইক্রোকম্পিউটার কি?
  • মাইক্রোকম্পিউটারের গঠন সম্পর্কে আলোচনা
  •  মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোকন্ট্রোলার পরিচিতি
  • মাইক্রোকন্ট্রোলারের ব্যবহারিক ক্ষেত্র সমূহ নিয়ে আলোচনা
  • বিভিন্ন ধরণের প্রোগ্রামিং পদ্ধতি সম্পর্কে সাধারণ ধারণা
  • এবং pic 16f877 মাইক্রোকন্ট্রোলারের ফিচার সমূহের উপর বিস্তারিত আলোচনা।



                          আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইলো।

Share this

Related Posts

Previous
Next Post »