এডসেন্স থেকে আয় এবং এর সম্ভাবনার ব্যাপারে অবগত । আনেক Blogger মাসিক হাজার হাজার ডলার আয় করছেন Giant GOOGLE এর পণ্য ADSENSE থেকে ।
কিন্তু আমাদের আয় এত কম কেন ?
এর কারণ হতে পারে বিভিন্ন । কিছু মুল কারণ –
-Keyword of Your Blog,
-Quality পোস্ট এর অভাব,
-Condition of Blog(PR, SEO etc.),
-Impression and required system to get a proper and quality click,
ইত্যাদি ।।
আজ আমরা আলোকপাত করব Article(Blog Post)এ Keyword and Adsense এর আয় বাড়ানোর ব্যাপারে । ADSENSE থেকে মোটা আংকের আয়ের ব্যাপারে । এবং এটি 2nd Post ।
First Post of this series
Google সবসময় কোয়ালিটি আরটিকেলের গুরুত্ব দিয়ে আসছে। এবং আপনি SEO এর ব্যপারে সুতরাং সফলতা পাবেন । যেকোন আরটিকেল দিয়ে সফল কি হতে পারেন SEO তে ।কিন্তু এডসেন্স ? কিন্তু টারগেটলেস ব্লগ বা পোস্ট এর ক্ষেত্রে উত্তরটি না হতে পারে । আপনি যদি পারক্লিক বাড়াতে চান অবশ্যই আপনাকে
- proper keyword targeted article এবং
- quality article
এর গুরুত্ব দিতে হবে। কিছু ব্যপার যা মানসম্মত পোষ্টের ব্যপারে খেয়াল রাখবেন ।
- Main keyword Selection
- Additional Keyword Selection (একাধিক হতে পারে )
- Additional Keyword and Main Keyword সম্পর্কিত হতে হবে।
- Main Keyword এর কিছু pharse এবং Additional keyword মিলে যেতে হবে।
- Article Size নির্দিস্ট হয় নি কিন্তু কিওয়ার্ড কম্পিটীটর অনুযায়ী কম বেশী হতে পারে ।
[N.B: S E O এর অনপেজ অপটিমাইজেশনের বেসিক নিয়ম অবশ্যই ফলো করবেন। যেমনঃ h1 tag, alt tag, underline etc. ]
মনে রাখবেন আপনার আর্টিকেলটি গড়ে উঠবে মেইন কিওয়ার্ডকে ঘিরে এবং Additional keyword শুধু সাহায্য করবে
আমি মানুষ আমার ভুল হওয়া স্বাভাবিক তাই ভুলগুলি ধরিয়ে দিয়ে সাহায্য করুন।