কিভাবে পাবেন Adsense-এ Per Click এ বেশি Earning: Keyword Select

এডসেন্স থেকে আয় এবং এর সম্ভাবনার ব্যাপারে আপনারা অবগত । আনেক Blogger মাসিক হাজার হাজার ডলার আয় করছেন Giant GOOGLEএর পণ্য ADSENSE থেকে ।
কিন্তু আমাদের আয় এত কম কেন ?
এর কারণ হতে পারে বিভিন্ন । কিছু মুল কারণ –
-Keyword of Your Blog,
-Quality পোস্ট এর অভাব,
-Condition of Blog(PR, SEO etc.),
-Impressions and required system to get a proper and quality click,
ইত্যাদি ।।
আজ আমরা আলোকপাত করব Keyword, Blog Post and ADSENSE এর ব্যাপারে । ADSENSE থেকে সম্মানজনক আয়ের এর ব্যাপারে ।

যথাযথ কিওয়ার্ড বাছাই এবং এর ব্যবহারঃ

এডসেন্স থেকে আয় বৃদ্ধিতে অবশ্যই key word selection এর গুরুত্ব দিতে হবে। কিন্তু সমস্যা হল বেশী Page views এবং CPC এর কীওয়ার্ড এর competitor বেশী হবে . সুতরাং একটি আদর্শ কী ওয়ার্ড বাছুন।
  1. Good page views,
  2. Good CPC,
  3. Long tail keyword (যদি ব্লগ নতুন হয় এবং আপনি কম সময় দেন এটি খুবই গুরুত্বপূর্ণ ।
  4. কীওয়ার্ড যেন অধিক লম্বা না হয় ।
  5. জায়ান্ট Competitor পরিহার করুন।
  6. Additional keyword খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আপনার Backup Plan। (বিস্তারিত আসছে)
ব্যপারগুলো বিরক্তিকর বা জটিল মনে হতে পারে । কিন্তু এটির বয়বহার না করা ব্যর্থতার কারণ হতে পারে ।সুতরাং কেন আপনি পিছিয়ে থাকবেন । বাড়িয়ে নিন আপনার আয় সঠিক উপায়ে ।

Share this

Related Posts

Previous
Next Post »