জিওনির স্মার্টফোনে চার্জ থাকবে একমাস!

এবার দীর্ঘস্থায়ী ব্যাটারির স্মার্টফোন বাজারে এনেছে চীনা মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিওনি। ম্যারাথন এম৩ নামের হ্যান্ডসেটটিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা একমাস পর্যন্ত ব্যাকআপ সুবিধা দেবে। প্রস্থে ৫ ইঞ্চি ও ওজনে ১৮০ গ্রামের এই ফোনে রয়েছে অন্য ফোনে চার্জ দেওয়ার সুবিধাও।
ডুয়েল সিম কার্ড সমর্থিত স্মার্টফোনটিতে রয়েছে ২জি ও ৩জি ইন্টারনেট ব্যবহারের সুবিধা। ১ জিবি র্যাম ও ৮ জিবি রমের এই ফোনে কোয়াড কোর ১.৩ গিগাহার্টজ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি দিয়ে স্বাভাবিক কাজের পাশাপাশি বিভিন্ন ভারি গেইমসও সহজে খেলা যায়। 
ফোনটির ডিসপ্লে ৫ ইঞ্চি ৭২০পি। এর ৮ মেগাপিক্সেল মূল ক্যামেরা ভালো মানের ছবি তুলতে পারে। সামনের ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও ভালো ছবি তুলতে সক্ষম। অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট দ্বারা পরিচালিত ম্যারাথন এম৩ তে রয়েছে জিওনির নিজস্ব কাস্টম ইউজার ইন্টারফেস (ইউআই)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ডিভাইসটির অডিও-ভিডিও কোয়ালিটিও অনেক ভালো। ফোনটির মাল্টি মিডিয়া সিস্টেমও চমৎকার বলে অনেক ব্যবহারকারী মত দিয়েছেন।
এই ফোনটি আপনার করে নিতে হলে আপনাকে বাংলাদেশি টাকায় প্রায় ১৮,০০০ টাকা গুনতে হবে। অবশ্য প্রযুক্তি পিপাসু মানুসের কাছে এটি খুব বেশি নয়।

Share this

Related Posts

Previous
Next Post »