টাইটেল দেখে নিশ্চয় আশ্চর্য হচ্ছেন! আশ্চর্য হওয়ার কিছুই নেই এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি ব্যাবসায়িক উদ্যোগ।
ফেসবুক ব্যবহারকারী না হয়েও এখন থেকে ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করা যাবে। মেসেঞ্জারের জনপ্রিয়তা বাড়াতে নতুন এই উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। অর্থাৎ মেসেঞ্জার ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজন হবে না ফেসবুক অ্যাকাউন্ট।
পরীক্ষামূলকভাবে চালু করা এই ফিচারটি প্রাথমিকভাবে ব্যবহার করতে পারবেন কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, পেরু এবং ভেনেজুয়েলার ব্যবহারকারীরা।
পরীক্ষামূলকভাবে চালু করা এই ফিচারটি প্রাথমিকভাবে ব্যবহার করতে পারবেন কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, পেরু এবং ভেনেজুয়েলার ব্যবহারকারীরা।
ব্যাতিথ হবেননা কারন খুব তারাতারি বাংলাদেশও এই সুবিধার আওতাধীন হবে।এক্ষেত্রে মেসেঞ্জারে ব্যবহারের জন্য আলাদাভাবে সাইন আপ করে নিতে হবে। তবে ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া মেসেঞ্জার ব্যবহারের ক্ষেত্রে বঞ্চিত হতে হবে অনেক ফিচার থেকে। ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মেসেঞ্জার ব্যবহার করার মাধ্যমে ফেসবুকে থাকা পুরনো মেসেজ দেখার সুবিধা থাকলেও এখানে সেই সুবিধা পাওয়া যাবে না।
কিন্তু আমি ব্যাক্তিগত ভাবে মনে করি যে বাংলাদেশে এই সুবিধা না দেওয়াই উত্তম কারন বাংলাদেশের মানুষ ভাল জিনিসের মর্যাদা দিতে জানেনা। ফেসবুকে বাংলাদেশের প্রায় ৬৫% ব্যাবহারকারি এর সঠিক ব্যাবহার সম্পর্কে অজ্ঞত। আর এই অজ্ঞতাই এই সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে ধীরে ধীরে অসামাজিক করে তুলছে। যারা ফেসবুক ব্যাবহার করেন তাদেরকে এর উদাহরন দেয়ার কিছুই নেই। তবে যারা যানেননা তারা একবার চোখ বুলিয়ে নিচের ঘটনাটি পড়ুন।