GRE এর জন্য প্রিপারেশন নিচ্ছি। তখন সবাই বলে এত্ত গুলো ইংরেজী ওয়ার্ড শিখতে হবে। নতুন নতুন ইংরেজী শব্দ পেলে তা লিখে রাখতে হবে। ইত্যাদি ইত্যাদি। খাতা কলমে কে লিখে, চিন্তা করলাম কম্পিউটারে টাইপ করে রাখব। তো অনেক ভাবেই লিখে রাখা যায়। চিন্তা করলাম নিজেই ছোট খাটো একটা প্রজেক্ট তৈরি করে নি। সে থেকে PHP এবং MySQL ব্যবহার করে এই ছোট্ট প্রজেক্টটি তৈরি করা। 
এটি প্রসিডিউরাল পদ্ধতিতে লেখা হয়েছে। সিম্পল। যে কেউই বুঝতে পারবে। গিটহাবে ডেটাবেজ + সোর্স কোড পাওয়া যাবে। ডাউনলোড করে দেখে নিলেই হবে। নিচে প্রজেক্টটি কেমন দেখাবে, তার দুইটি স্কিনশর্টঃ