আজ আমরা দেখব কীভাবে পাইকিউটি তে কোন উইন্ডোর লেআউট ঠিক করতে হয়। মূলত লেআউটটা জরুরী এই জন্য যে , আপনি যখন বিভিন্ন প্লাটফর্মে এপ্লিকেশনটা ইউজ করবেন , তখন এটা কাজে লাগে । বা আপনি যখন মেইন উইন্ডো এর সাইজ পরিবর্তন করবেন তখন যাতে উইগেট গুলোর পজিশন চেঞ্জ হয়ে না যায় সেজন্যও এটা কাজে লাগে । তো দেখুন , কীভাবে পাইকউটিতে লেআউট ঠিক করতে হয় । প্রথমে সবাই নিচের কোডটা লিখে ফেলুন :
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
| import sysfrom PyQt4 import QtGuiclass Absolute(QtGui.QWidget): def __init__(self, parent=None): QtGui.QWidget.__init__(self, parent) self.setWindowTitle('Layout') label = QtGui.QLabel('Pythonbangla', self) label.move(15, 10) label = QtGui.QLabel('is', self) label.move(35, 40) label = QtGui.QLabel('one of the', self) label.move(55, 65) label = QtGui.QLabel('leading python programmers society', self) label.move(115, 65) label = QtGui.QLabel('in Bangladesh', self) label.move(135, 45) self.resize(250, 150)app = QtGui.QApplication(sys.argv)qb = Absolute()qb.show()sys.exit(app.exec_()) |
দেখুন , এখানে আমরা উইন্ডোর টাইটেল টা সেট করে দিয়েছি ।
self.setWindowTitle('Layout')
লেবেল নামের একটা ভ্যারিয়েবল নিয়ে তার মধ্যে যে লেখাটা সো করতে হবে সেটা লিখেছি ।
label = QtGui.QLabel('Pythonbangla', self)
এখানে লেখার পজিশনটা ঠিক করে দিয়েছি ।
label.move(15, 10)
একইভাবে আমরা অনেক গুলো লেভেল নিয়ে তার পজিশন ঠিক করে দিয়েছি । তারপর আমাদের উইন্ডোটা এমন হয়েছে ।
এবার আমরা উইন্ডো মধ্যে কোন বক্সে লেআউট কীভাবে ঠিক করতে হয় সেটা দেখব । মূলত পাইথনে QHBoxLayout ও QVBoxLayout
নামের দুটি ক্লাস আছে । সেটার মাধ্যমে আমরা এই লেআউটটা ঠিকক কররব । সবাই নীচের কোডটা লিখে ফেলুন :
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
| import sysfrom PyQt4 import QtGuiclass BoxLayout(QtGui.QWidget): def __init__(self, parent=None): QtGui.QWidget.__init__(self, parent) self.setWindowTitle('box layout')#দুটি বাটন ক্রিয়েট করলাম ok = QtGui.QPushButton("OK") cancel = QtGui.QPushButton("Cancel") hbox = QtGui.QVBoxLayout()#বক্সের জন্য জায়গা তৈরী করা hbox.addStretch(1)#উপরের তৈরী ওকে ও ক্যানসেল বাটনটাকে এর মধ্যে পুশ করলাম । hbox.addWidget(ok) hbox.addWidget(cancel)#ভিবক্স নামের ভ্যারিয়েবলটাকে তৈরী করলাম vbox = QtGui.QVBoxLayout() vbox.addStretch(1)#ভিবক্সের লেরআউট এর মধ্যে এইচ বক্সকে পুশ করলাম । অর্থাৎ উপরের বাটন ২ টি কে ভার্টিক্যালি সেট করলাম । vbox.addLayout(hbox) self.setLayout(vbox) self.resize(300, 150)app = QtGui.QApplication(sys.argv)qb = BoxLayout()qb.show()sys.exit(app.exec_()) |
আপনাদের কাছে উপরের কোড গুলো একটু গোলমেলে লাগতে পারে এ জন্য একটা কাজ করুন । আপনারা
vbox = QtGui.QVBoxLayout()
hbox = QtGui.QHBoxLayout()
এই দুটি কোড একটু উলটে পাল্টে দেখুন । মানে QVBoxLayout স্থানে QHBoxLayout , ও QHBoxLayout() স্থানে QVBoxLayout() দিয়ে ট্রাই করে দেখুন মূলত কী পরিবর্তন আসে । বা এইচ বক্স ভ্যারিয়েবলটাকে ভি বক্সের স্থানে ইউজ করে ও ভি বক্স কে এইচ বক্সের স্থান ইউজ করে দেখুন । তাহলে আশা করি আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হবে ।
আমরা মূলত এই দুটি ক্লাস ইউজ করেঠি বাটনকে হরিজন্টালি ও ভার্টিক্যালি সেট করার জন্য । সেটা আপনারা উপরের কাজ টা করলেই বুঝতে পারবেন ।
