আস্সালামু আলাইকুম, আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম সিম্ফনি পিসি সুইচ। যদিও এটা অনেকের কাছে আছে তারপরও অনেকে আছে এটা কোথাও খোজেই পায়না। পিসি সুইট সম্পর্কে সবারই মোটামুটি ধারণা আছে। এটাতে অনেক কিছু করা যায়। কিন্তু মূলত এটা আমরা ব্যবহার করি কম্পিউটারে এন্ড্রইড কানেক্ট করে নেট ব্যবহার করার জন্য। অনেকের মডেম নেই বলে তারা পিসিতে নেট ব্যবহার করতে পারেন না। তাদের জন্য এই পিসি সুইচ।
Download
Download