কোডইগনাইটার ইনস্টল দেয়া খুবই সহজ।এটাতে তেমন কোন কনফিগার করতে হয়না।
শুধু application >> config >> database.php এডিটরে খুলুন এবং নিচের মত কনফিগার করুন। 51 - 54 নম্বর লাইনে
<pre>$db['default']['hostname'] = 'localhost';$db['default']['username'] = 'root';$db['default']['password'] = '';$db['default']['database'] = 'webcoach_db';</pre>
PHPMyAdmin থেকে "webcoach_db" নামে একটা ডেটাবেস তৈরী করে নিন (কিভাবে ডেটাবেস তৈরী করতে হয় এগুলি ডেটাবেস টিউোটোরিয়ালে আছে)।সাধারনত বাই ডিফল্ট ইউজার নাম "root" থাকে তাই আমিও সেটা দিয়েছি এবং পাসওয়ার্ড থাকেনা তাই আমি $db['default']['password'] ফাকা রেখেছি।আর এরপর ডেটাবেসের নামটি দিয়েছি।
ব্যাস কনফিগারেশন শেষ এবার ব্রাউজারে http://localhost/webcoach/ লিখে এন্টার দিন নিচের মত আসবে।