সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।সবাই নিশ্চই ভালো আছেন।যারা এন্ড্রয়েড ইউজার তাদের দরকারি অনেকগুলো এপস থাকে যে গুলো সব সময় লাগে।আমরা যারা এন্ড্রয়েড ইউজার তাদের কিছু ফ্রি এপসের পাশাপাশি কয়েকটি পেইড এপস ও লাগে।যাই হোক আমরা সাধারনত পেইড এপস গুলো ফ্রিতে ডাউনলোড কারার জন্য খোজখুজি করে তাই আপনাদের জন্য কয়েকটি নিত্য প্রয়োজনীয় পেইড এপসের সরাসরি ডাউনলোড লিংক নিয়ে আসলাম।আপনাদের জন্য যে এপস গুলো দিলাম সেগুলো খুব কম মেগাবাইটের যা আপনার মোবাইল ইন্টারনেট দিয়ে ডাউনলোড করে নিতে পারেন।ওয়াইফাইর প্রয়োজন হবে বলে মনে হয় না আর যাদের আছে তাদেরতো আর কোনো সমস্যাই নেই কারন এপসগুলো ১ থেকে ১৫ মেগার ভিতর চরম এপস।আপনাদের বুঝার সার্থে এপস গুলোর নাম সাইজ গুগুল প্রাইজ দিয়ে দিলাম।
Sajibe Kanti
মোবাইলীয়
কয়েকটি চরম প্রয়োজনীয় কম মেগাবাইটের প্রিমিয়াম এপস ডাউনলোড করে নিন ফ্রিতে(সরাসরি লিংক)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
