বিশ্ব এখন ইন্টারনেট নির্ভর যার ফলশ্রুতিতে পৃথিবী এখন মানুষের হাতের মুটোয়।তবে এর ব্যতীক্রম নেই বাংলাদেশ কারন পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের সাথে সাথে বাংলাদেশও এগিয়ে চলছে সমান তালে।আর বাংলাদেশকেও ইন্টারনেট নির্ভর প্রযুক্তিতে এগিয়ে নিতে যেতে এতদিন মোজিলা ফায়ারবক্স কম্পিউটার ভিত্তিক সুযোগ সুবিধা প্রদান করে এসেছে যা সবার দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে কেন না ২০০৪ সালে নভেম্বরের ৯তারিখে ফায়ারফক্স এর ১.০সংস্করন ছাড়া হয় যা ছাড়ার ৯৯দিনে মধ্যেই ফায়ারফক্স ২.৫কোটি বার ডাউনলোড করা হয়।যার ফলে এটি বেশি ডাউনলোডকৃত মুক্ত সোর্স সফটওয়্যারের মার্যাদা লাভ করতে সক্ষম হয়।তার ধারাবাহিকতায় ইন্টারনেট ভিত্তিক সেবা দিতে ভিবিন্ন সংগঠন চেষ্টা চালালেও তারা সম্পূর্নরূপে সেবা দিতে পারছে না তাই পূর্নাঙ্গ ইন্টারনেট ভিত্তিক সেবা দিতে বাংলাদেশে এসেছে ফায়ারফক্সের লিনাক্স ভিত্তিক নতুন অপারেটিং সিস্টেম স্মার্টফোন যা ইন্টারনেট ভিত্তিক সেবার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করতে সক্ষম হবে আশা করছি।বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে অনেক মানুষ ইন্টারনেট ভিত্তিক সেবা থেকে বঞ্চিত কারন সব মানুষের সাধ থাকলেও সাধ্য থাকে না আকাশচুম্বী ইন্টারনেটের উচচ মূল্যের কারনে ফলে অনেকে ইন্টারনেট সেবা ভোগ করতে পারে না তাই ফায়ারফক্স ওএস নিয়ে এসেছে স্বল্প মূল্যে ইন্টারনেটের সুযোগ সুবিধা সকলের কাছে পৌছে দিতে স্বল্পমূল্যের স্মার্টফোন যা কম খরচে সাধ্য মত সুবিধা দিতে সক্ষম হবে। বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিনত হচ্ছে তার প্রেক্ষাপটে ফায়ারফক্স ওএস গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।কারন প্রযুক্তির উন্নয়ন সাধিত হলে দেশের উন্নয়ন অনেকাংশে সম্ভবপর হবে।ফায়ারফক্স ওএস এর মত যদি অন্য সব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এগিয়ে আসে তাহলে প্রযুক্তি ভিত্তিক উন্নয়নে এবং দেশের উন্নয়ন দুটোই সমান তালে এগিয়ে চলবে।পৃথিবীর উন্নত দেশ গুলোর মতো বাংলাদেশও প্রযুক্তির সম্ভবনাময় দৃষ্টান্ত স্থাপন করবে।গত দুই দশকে বিশ্বজুড়ে যে অভাবনীয় সব পরিবর্তন ও সাফল্য পরিলক্ষিত হয় তা থেকে আমরা খুব পিছিয়ে না থাকলেও তবে আমাদের তাদের সাথে সমান তালে এগোতে সাহায্য করবে ফায়ারফক্স ওএস। বাংলাদেশের মানুষ কতটুকু ফায়ারফক্সকে ওএসকে আপন করে নিয়েছে তা দেখা যায় তাদের অভাবনীয় জনপ্রিয়তা।আশা করছি ফায়ারফক্স ওএস এর মাধ্যমে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে প্রযুক্তির কল্যানে।মোজিলা ফায়ারবক্সের সুযোগ সুবিধা প্রদান করে যেভাবে সবার দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে তেমনি একদিন সারা বিশ্বকে জয় করবে ফায়ারফক্স ওএস অথবা ফায়ারফক্স অপারেটিং সিস্টেম।
Copy frm প্রজন্ম ফোরাম