কম্পিউটার আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ । কারো কাছে সবচেয়ে প্রিয় বন্ধু,
কারো কাছে প্রিয় শিক্ষক , আবার কারো জীবন সঙ্গীই হয়ে উঠেছে কম্পিউটার।
আমরা বিভিন্ন ধরণের কম্পিউটারের সাথে পরিচিত, যেমন সুপার কম্পিউটার, মিনি
কম্পিউটার, মাইক্রো কম্পিউটার ইত্যাদি। আমাদের সাধারণ কাজেকর্মে আমরা
সাধারণত মাইক্রো কম্পিউটারই ব্যবহার করে থাকি। আরো এক ধরণের কম্পিউটার আছে
যাকে বলা হয় সিঙ্গেল চিপ মাইক্রোকম্পিউটার। আমাদের আজকের আলোচনা এই সিঙ্গেল
চিপ মাইক্রোকম্পিউটার নিয়েই।
বাজারে বিভিন্ন ধরণের মাইক্রোকন্ট্রোলার কিনতে পাওয়া যায় । এর মধ্যে Microchip এর তৈরি PIC সিরিজের মাইক্রোকন্ট্রোলার এবং Atmel এর তৈরি AVR সিরিজের মাইক্রোকন্ট্রোলার খুবই জনপ্রিয়।
PIC সিরিজের অন্যতম জনপ্রিয় একটা মাইক্রোকন্ট্রোলার হচ্ছে PIC16F877। PIC16F877 এর ফিচার সমূহ এক নজর দেখলেই আমরা প্রমান করতে পারবো যে মাইক্রোকন্ট্রোলারই হচ্ছে সিঙ্গেল চিপ মাইক্রোকম্পিউটার।
আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইলো।
মাইক্রোকম্পিউটার কম্পর্কে কিছু কথা
মাইক্রোকম্পিউটারের গঠন সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করা যাক। মাইক্রোকম্পিউটারের মৌলিক গঠনকে নিম্নবর্ণিত উপকরণ সমূহে বিভক্ত করা যায়- Microprocessor ( প্রধান নিয়ন্ত্রক)
- RAM (অস্থায়ী মেমরী)
- Timing and Control Unit ( অপারেশন সমূহ সঠিক সময়ে সম্পাদনের কাজ করে)
- Input Port (Keyboard, mouse, Microphone ইত্যাদি সংযোগ করার জন্য যে পোর্ট সমূহ ব্যবহৃত হয়)
- Output Port ( Monitor, Speaker, Printer ইত্যাদি সংযোগ করার জন্য যে পোর্ট সমূহ ব্যবহৃত হয় )
- ROM বা EEPROM (স্থায়ী মেমরী)
মাইক্রোকন্ট্রোলার, সিঙ্গেল চিপ মাইক্রোকম্পিউটার
মাইক্রোকন্ট্রোলারকে বলা হয় সিঙ্গেল চিপ মাইক্রোকম্পিউটার। সিঙ্গেল চিপ মাইক্রোকম্পিউটার দেখতে একটা সাধারণ আইসি চিপের অনুরূপ। অনেকেই হয়তবা অবাক হচ্ছেন। কম্পিউটারের একটা মাদারবোর্ড খুললেই দেখা যায় , অসংখ্য আইসি চিপ, আর আমি কিনা বলছি একটা চিপই একটা কম্পিউটার । এবার আসুন তাহলে প্রমান করা যাক।বাজারে বিভিন্ন ধরণের মাইক্রোকন্ট্রোলার কিনতে পাওয়া যায় । এর মধ্যে Microchip এর তৈরি PIC সিরিজের মাইক্রোকন্ট্রোলার এবং Atmel এর তৈরি AVR সিরিজের মাইক্রোকন্ট্রোলার খুবই জনপ্রিয়।
PIC সিরিজের অন্যতম জনপ্রিয় একটা মাইক্রোকন্ট্রোলার হচ্ছে PIC16F877। PIC16F877 এর ফিচার সমূহ এক নজর দেখলেই আমরা প্রমান করতে পারবো যে মাইক্রোকন্ট্রোলারই হচ্ছে সিঙ্গেল চিপ মাইক্রোকম্পিউটার।
PIC16F877 এর ফিচার সমূহ
- Flash Program Memory: 8k words of 14 bits
- Data SRAM: 368 bytes
- Data EEPROM: 256 bytes
- Maximum Operating speed: 20 MHz
- Wide operating voltage range (2.0 – 5.56)volts.
- Industrial temperature range (-40° to +85°C)
- 33 Input/Output pins
- 5 Input/Output ports
- 35 single-word instructions
- 10-bit, 8-channel A/D Converter
- 3 timers.
- Programmable code protection.
আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইলো।