আপনার তৈরি করা CV এর মধ্যে সঠিক ভাবে ছবি লাগান অতি সহজে

আপনাদের জন্য নিয়ে এসেছি অতি প্রয়োজনিয় একটি টিপস্ ।অনেকেই হয়তবা জানেন আবার অনেকে জানেন না, তবে না জানার সংখ্যাই বেশি। আমরা অনেক সময় চাকরির জন্য CV অথবা কারিকুলাম ভিটা । আপনি এই কাজটি অতি সহজেই করতে পারবেন আপনর তৈরি করা CV এর মধ্যে । তাহলে চলুন দেখেনেই কিভাবে CV এর মধ্যে সঠিক ভাবে ছবি লাগানো জায় ।
তৈরি করি । আর এর মধ্যে প্রয়োজন হয় ছবি । কিন্ত ছবি copy করে এনে তৈরি করা CV এর মধ্যে past করলে তা সঠিক জায়গায় বসানো যায় না । অথবা ইচ্ছা মতন মুভিং করা জায়না। অনেকে হয়তবা নতুন CV তৈরি করার সময় এ সমস্যায় পড়েছেন । আমি নিজেও এ সমস্যায় পরে ছিলাম । পরে বাধ্য হয়ে CV র মধ্যে ফটোশপ দিয়ে সঠিক জায়গায় ছবি বসিয়েছি
প্রথমে আপনার ছবিটি কপি করুন । CV এর যে কোন জায়গায় Past করুন। ছবিটির উপর মাউসের রাইট বাটন চেপে Format Picture… এ ক্লিক করুন।( নিচের ছবি লক্ষ্য করুন)
এখন নতুন একটি আপশন আসবে । এখান থেকে Layout –Tight– Right বাটন চাপুন (নিচের ছবি দেখুন)। OK বাটন এ ক্লিক করুন ।
এখন আপনার ছবি মাউস দারা ইচ্ছা মতন ছোট বড় ও যে কোন জায়গায় নিতে পারবেন( নিচের ছবি দেখুন)। উল্লেখঃ উপরের ছবিতে Layout –Tight– Right ছাড়া ও যে কোন অপশন চাপতে পারেন । কিন্ত সেটা আবার আপনাকে মাউছ দারা ছোট বড় ও যে কোন জায়গায় নিতে হবে ।এখন আপনার CV এর মধ্যে ছবি লগানো পুরোপুরি কমপ্লিট ।

Share this

Related Posts

Previous
Next Post »