মাইক্রোকন্ট্রোলার গুরু [পর্ব-০৭] :: ভিডিওতে ফ্লাসিং এল ই ডি প্রজেক্ট

বিভিন্ন বিষয়ের উপর আমার অনেক টেক্সট টিউন আপনারা দেখেছেন। কিন্তু আমি ভিডিও টিউনে খুব বেশি অভ্যস্ত নই এবং মাইক্রোকন্ট্রোলার সম্পর্কে আমার জানার পরিধিও খুব বেশি নয়, তাই অনাকাংক্ষিত ভুল অস্বাভাবিক  নয়। তাই ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ভিডিওতে  ফ্লাসিং এল ই ডি প্রজেক্ট


ফ্লাসিং এল ই ডি প্রজেক্টটি তরি করার জন্য পূর্বের ভিডিও টিউনটির সহযোগিতা নিতে হবে।

সোর্স কোড




আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইলো।

Share this

Related Posts

Previous
Next Post »