উইন্ডোজ ১০ এ ফ্রী আপগ্রেড এখন আরও সহজে

মাইক্রোসফট উইন্ডোজ ১০ এ ফ্রী আপগ্রেড এর সুযোগ দিচ্ছে আর ইতিমধ্যে অনেকে উইন্ডোজ ৭ বা ৮ থেকে আপগ্রেড করে আজীবনের জন্য অ্যাক্টিভ সুবিধা নিয়ে ব্যবহার করছেন। এসব পুরাতন তথ্য।
রিসার্ভ করে আপগ্রেড করতে যেয়ে অনেকে ঝামেলায় পড়েছিল রিসার্ভ আইকন নিয়ে। কেননা এটা বিভিন্ন কারনে সবসময় কাজ করেনা। তবে ঠিকভাবে করতে পারলে কাজ করেই।
এসব রিজার্ভ সংক্রান্ত ঝামেলা থেকে মুক্তি দিতে নিয়ে এলাম নতুন একটি চমৎকার টুল। নেই কোন রিসার্ভেশান এর ঝামেলা, যদি আপনার উইন্ডোজ হয় উইন্ডোজ ৭ অথবা উইন্ডোজ ৮.১ প্রো আর পার্মানেন্ট অ্যাক্টিভেটেড তাহলে খুব সহজে এই টুল দিয়ে উইন্ডোজ ১০ এ আপগ্রেড করতে পারেন আর আপনার পিসিকে বানিয়ে নিতে পারেন সারাজীবনের জন্য উইন্ডোজ ১০ কে ফ্রী।
প্রথমে উইন্ডোজ ৭ আল্টিমেট অথবা উইন্ডোজ ৮.১ প্রো ফ্রেশ করে সেটআপ করে নিন আর সাথে অ্যাক্টিভ। উইন্ডোজ অ্যাক্টিভ করার জন্য KMSPico ব্যবহার করতে পারেন। পার্মানেন্ট অ্যাক্টিভ চেক করতে CMD তে লিখুন slmgr/xpr
এরপর টুলটি ওপেন করে চিত্রের মত নেক্সট করে গেলেই আপগ্রেড এর জন্য ডাউনলোড শুরু হবে। ডাউনলোড শেষ হলে আপগ্রেড প্রক্রিয়া শুরু হবে। একবার আপগ্রেড একবার হয়ে গেলে এরপর শতবার ক্লিন উইন্ডোজ ১০ সেটআপ দিলেও তা অটো অ্যাক্টিভ হবে নেট এ কানেক্ট হলেই।
11825039_877667048992769_6418215580270030228_n
11836711_877667218992752_3247899508962219873_n
11796250_877667248992749_4399442010638802148_n
** আমার মতে একবার আপগ্রেড ছাড়া ফ্রেশ আইএসও থেকে সেটআপ করে অ্যাক্টিভ পদ্ধতি খুজে বেড়ানোর চেয়ে শুধুমাত্র একবার আপগ্রেড করে নেয়াই বুদ্ধিমানের কাজ কেননা ভবিষ্যতে আর কখনও ওই পিসির অ্যাক্টিভেশান নিয়ে ভাবতে হবেনা।

Share this

Related Posts

Previous
Next Post »