ডাউনলোড করুন ১ বছরের key ফাইল সহ KASPERSKY ENDPOINT SECURITY 10, সুরক্ষায় রাখুন আপনার পিসি

আমাদের কম্পিউটারের সুরক্ষার জন্য ভাল এন্টিভাইরাস ব্যবহার করতে হয়, ভাল এন্টিভাইরাস কিনতে দামও বেশি লাগে। আমরা অনেকেই আছি যারা এন্টিভাইরাস কিনে ব্যবহার করতে পারিনা। বিভিন্ন যায়গা থেকে এন্টিভাইরাস এর ব্যবস্থা করার চেষ্টা করি, ভাল এন্টিভাইরাস বিনা মূল্য পাওয়া যায় না। ইন্টারনেট থেকে ডাউনলোড করলে দেখা যায় key blacklist হয়ে গেছে, cracked ফাইল ব্যবহার করলে ঠিকমত আপডেট নেয়না, আমাদের সখের কম্পিউটারে তখন দুরঅবস্থা চলে। হতাশ হয়ে যায় কি আর করার আছে ৩০ দিনের ট্রাইলভার্সন ব্যবহার করতে হয়।

বন্ধুরা আজ আমি আপনাদের উপহার দিব ১ বছরের key সহ কাস্পারাস্কি এন্ডফইন্ড সিকিউরিটি ১০। তাহলে শুরূ করা যাক।।।।।।।।।।।।।।।
প্রথমে এইখান থেকে ফাইলটি ডাউনলোড করুন, ডাউনলোড শেষে ফাইলটি আনজিফ করুন।
আপনার ইন্টারনেট কানেক্টশন ওপেন করুন।
১. ছবিতে দেখানো লাল চিহ্নে ক্লিক করুন
২.এক্টিভেট দ্যা এপলিকেসন আন্ডার এ নিউ লাইন্সেস এ ক্লিক করুন
৩. এক্টিভেট উইথ এন এক্টিভেশন কোডে আমার দেয়া এক্টিভেশন কোডটি কপি করে দেন এবং Next চাপুন।

এরপর আপনারা পাবেন ১ বছর মেয়াদের কাস্পারাস্কি এন্ডফইন্ড সিকিউরিটি ১০ পুরাটাই আপডেট করে নিবেন। 

Share this

Related Posts

Previous
Next Post »